রবিবার, ১৮ এপ্রিল ২০২১, ১১:৪৯ অপরাহ্ন
চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে একটি লীজ পুকুরে মাছ নিধনে গ্যাস ট্যাবলেট প্রয়োগের কারণে এক খামারীর ৪’শ হাঁসের মৃত্যু হয়েছে। সূত্রে জানা গেছে, উপজেলার হরিপুর ইউনিয়নের লাউতিয়া গ্রামের আরমান মৃধার পুকুর লীজ নিয়ে মাছের চাষাবাদ করছিল একই উপজেলার বিলচলন ইউনিয়নের বোথড় গ্রামের লক্ষ্মন হলদার।
মাছ নিধনের জন্য গত বৃহস্পতিবার ও শুক্রবার পুকুরে গ্যাস ট্যবলেট প্রয়োগ করা হয়। এসময়ে লাউতিয়া পশ্চিমপাড়া গ্রামের কেরামত আলীর খামারের হাঁস পুকুরে নেমে বিষ প্রয়োগের মরা মাছ খেয়ে একের পর এক হাঁসের মড়ক শুরু হয়। এতে প্রায় ৪’শ হাঁস মারা গেছে।
খামারের হাঁসের মৃত্যুতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন। পার্শ্ববর্তী বাড়ীর আরো হাঁস মারা গেছে।
এব্যাপারে লক্ষ্মন হলদার জানায়, হাঁসের খামারী মালিকের সাথে একটি সমঝোতা হয়েছে। ক্ষতিগ্রস্ত কেরামত আলী জানায়, হাঁস মারা যাবার ঘটনার কারো সাথে কোন সমঝোতা হয়নি। তিনি আইনের আশ্রয় নেবেন বলে জানিয়েছেন।
© All rights reserved 2021 ® newspabna.com