রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ০২:১৫ পূর্বাহ্ন
চাটমোহর প্রতিনিধি: ভুল চিকিৎসায় চাটমোহরে নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার (২৭ জুন) চিকিৎসাধীন অবস্থায় তালহা নামে ২ দিন বয়সী নবজাতকটি মারা যায়। তবে চিকিৎসকের দাবি, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ও ভূমিষ্ঠ হওয়ার পর ওজন কম থাকায় শিশুটি মারা গেছে।
নবজাতকের পারিবারিক সূত্র জানায়, শনিবার (২৫ জুন) রাতে উপজেলার ফৈলজানা ইউনিয়নের ধানুয়াঘাটা এলাকার লক্ষ্মীপুর গ্রামের মাসুদ রানার স্ত্রী ও শরৎগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পাপিয়া সুলতানা (২৫) চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি ছেলে সন্তান প্রসব করেন।
পরে নবজাতকটি নিউমোনিয়ায় আক্রান্ত হলে এবং ওজন কম হওয়ায় চাটমোহর স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক হাসপাতাল গেট সংলগ্ন একটি ফার্মেসিতে শিশু বিশেষজ্ঞ (বর্তমানে রায়গঞ্জের ইউএইচও) ডা. রতন কুমার রায়ের কাছে নিয়ে যেতে বলেন।
পরে রোগীর স্বজনরা রোববার (২৬ জুন) বিকেলে ওই চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি একটি অ্যান্টিবায়োটিক ইনজেকশন লিখে দেন। পরে ওই নবজাতককে বাড়িতে নিয়ে গিয়ে ইনজেকশন পুশ করার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফের সোমবার ওই চিকিৎসকের কাছে নিয়ে আসা হয়। এর পরে ডা. রতন কুমার নবজাতকটিকে হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরে তার স্বজনরা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জানান, হাসপাতালে নেবার আগেই নবজাতকটির মৃত্যু হয়েছে।
মৃত নবজাতকটির ‘মা’ পাপিয়া সুলতানা অভিযোগ করে বলেন, ‘ডা. রতন কুমার রায়ের লিখে দেওয়া ইনজেকশন পুশ করার পর থেকেই তালহা’র (নবজাতক) শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। আমরা তার চেম্বারে জীবিত অবস্থায় তালহাকে নিয়ে গিয়েছিলাম।
এ ব্যাপারে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সালাউদ্দিন জানান, সোমবার (২৭ জুন) যখন নবজাতকটিকে হাসপাতালে নিয়ে আসা হয় আমি ওই সময় ডিউটিতে ছিলাম না। তবে হাসপাতালের রেজিস্টারে লেখা আছে, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা গেছে।
এ ব্যাপারে ডা. রতন কুমার রায় অভিযোগ অস্বীকার করে বলেন, ‘রোববার বাচ্চাটির শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে আমার চেম্বারে আসে তার স্বজনরা। বাচ্চাটির ওজনও কম ছিল। আমি একটি ব্যবস্থাপত্র লিখে দেই। তারা সেই মোতাবেক ইনজেকশন কিনে কোথায় গিয়ে পুশ করেছে তা আমার জানা নেই। আমার চেম্বারে কোনো ইনজেকশন দেওয়া হয়নি। পরে সোমবার সন্ধ্যার দিকে তারা ওই শিশুটিকে আমার চেম্বারে ফের নিয়ে আসলে আমি হাসপাতালে নিয়ে যেতে বলি। পরে শুনেছি শিশুটি মারা গেছে।
© All rights reserved 2020 ® newspabna.com