মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১, ০৫:০৫ অপরাহ্ন
চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুতের ভূতুড়ে বিলসহ নানা দুর্নীতি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন করেছেন শতশত মানুষ।
মঙ্গলবার (০৫ নভেম্বর) বিকালে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকবিরোধী সংগ্রাম পরিষদের ব্যানারে শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ উপজেলা গেট এলাকায় এ মানববন্ধন করেছে।
মানববন্ধনে মানুষের হাতে-হাতে ছিল প্লেকার্ড আর ফেস্টুন। তাতে লেখা ছিল- পল্লী বিদ্যুতের ভূতুড়ে বিল বন্ধ কর। প্রশাসনের স্বজনপ্রীতি ও দুর্নীতি বন্ধ কর, করতে হবে।
চাটমোহর সরকারি কলেজের দুর্নীতিবাজ অধ্যক্ষের অপসারণ চাই। চাটমোহর সরকারি কলেজের শিক্ষার পরিবেশ ফিরিয়ে দাও। সরকারের দুর্নীতি, সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান সফল হোক।
মানববন্ধনে বক্তব্য দেন, দুর্নীতি, সন্ত্রাস ও মাদকবিরোধী কমিটির আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, সাবেক ছাত্রনেতা একেএম শরীফুল্লাহ সাচ্চু, শেখ ইদ্রিস আলী প্রমুখ।
৫ দফা দাবিতে আগামি ৭ নভেম্বর অবস্থান ধর্মঘটের ডাক দেন বক্তরা।
দুর্নীতি, সন্ত্রাস ও মাদকবিরোধী কমিটি একটি স্থানীয় সংগঠন। খুব সম্প্রতি সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।
© All rights reserved 2020 ® newspabna.com