শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ০৭:১১ অপরাহ্ন
চাটমোহর প্রতিনিধি : চাটমোহর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র জমাদানের জন্য ১ দিন সময়সীমা বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (১০ মে) পর্যন্ত সকল প্রার্থীদের মনোনয়ন পত্র জমাদানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন অফিসার মোঃ সাখাওয়াত হোসেন জানান সংশ্লিষ্ট ঊর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে চাটমোহর উপজেলার ৬টি ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত আসনের সদস্যদের মনোনয়ন পত্র জমাদানের জন্য মঙ্গলবার পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়া হয়েছে।
সোমবার (৯ মে) পর্যন্ত এই সময়সীমা গণবিজ্ঞপ্তিতে জারি করা হলেও নির্দেশনা মোতাবেক আগামীকাল মঙ্গলবার অফিস চলাকালীন সময়ে স্ব-স্ব রিটার্নিং অফিসারের নিকট সকল প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিতে পারবেন।
© All rights reserved 2020 ® newspabna.com