মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০৯:১৩ অপরাহ্ন
চাটমোহরে মাদ্রাসা সুপারসহ আটক ৩
চাটমোহর প্রতিনিধি : চাটমোহরে পুলিশের সাঁড়াশী অভিযানে মাদ্রাসা সুপার সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত হতে বুধবার সকাল পর্যন্ত অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার কুয়াবাসী দাখিল মাদ্রাসার সুপার ও চকউথুলি গ্রামের মৃত. ময়লাল প্রাং এর ছেলে আব্দুল হাকিম (৪৮), কাটেঙ্গা পুর্বপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে আনিছুর রহমান (১৮) ও চরসেনগ্রাম এলাকার ওমর উদ্দিনের ছেলে আব্দুর রহমান (২৫)।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, দেশব্যাপী জঙ্গী বিরোধী অভিযানের অংশ হিসেবে নাশকতার আশংকায় তাদের গ্রেফতার করা হয়েছে। থানায় মামলা হয়েছে এবং বিকেলে তাদের আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
© All rights reserved 2020 ® newspabna.com