রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ০২:২১ পূর্বাহ্ন
ধর্ষক নরপশু আ: হামিদ
চাটমোহর প্রতিনিধি : চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের পার্শ্বডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত সোমবার (৩০ মে) স্কুলের পিয়ন কাম নৈশ প্রহরী কর্তৃক স্কুলের প্রথম শ্রেণীর এক শিশুকে ধর্ষণ চেষ্টায় ওই নরপশু আঃ হামিদকে স্কুল থেকে সাময়ীক বরখাস্ত করেছে অত্র স্কুল কর্তৃপক্ষ।
ঘটনার সময়ই এলাকাবাসী নরপশু ওই পিয়নকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। শিশুটিকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
ওই পিয়নের শাস্তির দাবিতে এলাকাবাসী ও স্কুলের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। পরে প্রধান শিক্ষিকার প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে পিয়ন কাম নৈশ প্রহরী আঃ হামিদকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এলাকাবাসী ও নির্যাতিত শিশুর পারিবারিক সূত্র জানায়, প্রতিদিনের মতো পার্শ্বডাঙ্গা গ্রামের আনিচুর রহমানের মেয়ে প্রথম শ্রেণীর ছাত্রী (৭) সকাল সাড়ে ৮টার পর স্কুলে যায়। সকাল ৯টার দিকে স্কুলের পিয়ন কাম নৈশ প্রহরী পার্শ্বডাঙ্গা গ্রামের নাজির খার ছেলে আঃ হামিদ শিশুটিকে একা পেয়ে পাশের টয়লেটে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন করে।
এক পর্যায়ে শিশুটির চিৎকার ও কান্নাকাটিতে স্কুলের অন্যান্য শিক্ষার্থী ও বাজারের লোকজন এগিয়ে গিয়ে হামিদকে ধরে গণধোলাই দেয়। স্কুলের সভাপতি আঃ কাদের মাষ্টার, ইউপি চেয়ারম্যান রবিউল করিম তারেকসহ স্থানীয় লোকজন আঃ হামিদকে আটকে রেখে পুলিশে খবর দেন।
খবর চলে যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছেও। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেফতার করে নরপশু আঃ হামিদকে।
চাটমোহর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
© All rights reserved 2020 ® newspabna.com