মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০৮:৫০ অপরাহ্ন
চাটমোহরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
চাটমোহর প্রতিনিধি : চাটমোহরে ফরিদুল ইসলাম (৩৬) নামে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৬ জুন) দিনগত রাত ২টার দিকে উপজেলার প্রত্যন্ত অঞ্চল হান্ডিয়াল ইউনিয়নের বৃ-রায় নগর থেকে তাকে গ্রেফতার করে হান্ডিয়াল তদন্ত কেন্দ্রের পুলিশ। ফরিদুল ওই এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে।
হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মো. জাকির হোসেন জানান, ফরিদুল ২০১৪ সালের যৌতুক মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিনগত রাত ২টার দিকে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
সোমবার গ্রেফতারকৃত ফরিদুলকে আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
© All rights reserved 2020 ® newspabna.com