বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ০৫:০৯ অপরাহ্ন
চাটমোহরে হরিজন পল্লীর উদ্বোধন
চাটমোহর প্রতিনিধি: চাটমোহরে হরিজন সম্প্রদায়ের মানুষের জীবনমান উন্নয়নে ‘হরিজন পল্লী’ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ জুন) দুপুরে পবানা-৩ আসনের সংসদ সদস্য মো: মকবুল হোসেন প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিকল্পনা ও উদ্যোগে উপজেলার বড় শালিখা এলাকায় দশমিক ৪৮ একর জমিতে নবগঠিত হরিজন পল্লীতে ১২টি হরিজন পরিবারকে বসবাসের জন্য বন্দোবস্ত দেয়া হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চাটমোহর উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম শেহেলী লায়লা সহ অনেকে উপস্থিত ছিলেন।
© All rights reserved 2020 ® newspabna.com