শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০৯:০৫ অপরাহ্ন
মোঃ নূরুল ইসলাম, চাটমোহর, পাবনা: নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কে.এফ.এ.ই.ডি (K.F.A.E.D) এর অর্থায়নে চাটমোহর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ভাদুনগর বন্ধন ক্লিনিক হতে হারান মোড় ও জনতা ব্যাংক হয়ে বড়াল নদী পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ কাজ ৬ এপ্রিল মঙ্গলবার বেলা ১১ টায় উদ্বোধন করা হয়েছে।
এ ড্রেন নির্মাণের প্রাক্কলিত মূল্য ধরা হয়েছে ১ কেটি ১৬ লাখ ৭৩ হাজার ৯৮৬ টাকা। চুক্তি মূল্য নির্ধারণ হয়েছে ১ কোটি ১৬ লাখ ৭২ হাজার ৯৮৫ টাকা।
ড্রেনটির নির্মাণ কাজ করবে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স জিন্নাত আলী জিন্নাহ লিমিটেড।
চাটমোহর নতুন বাজার খেয়াঘাট এলাকায় ৪৫৮ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট এ ড্রেনের নির্মাণ কাজ উদ্বোধন করেন চাটমোহর পৌরসভার মেয়র এ্যাড.সাখাওয়াত হোসেন সাখো।
এসময় চাটমোহর উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীন, ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, কাউন্সিলর মাহাতাব হোসেন, এখলাছুর রহমান, সাকিবুল ইসলাম অপু, নূরে হাসান খাঁন ময়না, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সেলিনা রহমান, পিয়ানুর বিশ্বাস, প্রেসক্লাবের সভাপতি মোঃ রকিবুর রহমান টুকুন, প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম মাস্টার, সাংবাদিক হেলালুর রহমান জুয়েল, প্রভাষক ইকবাল কবীর রনজু, আঃলীগ নেতা শামসুজ্জোহা, খন্দকার বজলুল করিম খাকছারসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
© All rights reserved 2021 ® newspabna.com