বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১, ০৪:৩৯ অপরাহ্ন
চাটমোহর (পাবনা) প্রিতিনিধি : চাটমোহরে মাত্র চার ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সরদার আজিজুল হক।
শনিবার (২৩ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটের এ বেসরকারী ফলাফল ঘোষণা করা হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সরদার আজিজুল হক (আওয়ামী লীগ) নৌকা প্রতীকে ২ হাজার ৫৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি’র আবুল কালাম আজাদ (ধানের শীষ) পেয়েছেন ২ হাজার ৫৫৬ ভোট।
এ ইউনিয়নে মোট প্রার্থী ছিল ৬ জন। অন্যান্যের মধ্যে নূর মোহাম্মদ স্বতন্ত্র পেয়েছেন ১ হাজার ৯৯০ ভোট, আবুল কালাম আজাদ (২) স্বতন্ত্র পেয়েছেন ৯৫ ভোট, আব্দুর রাজ্জাক স্বতন্ত্র পেয়েছেন ২শ ৪২ ভোট এবং রেজাউল করিম স্বতন্ত্র পেয়েছেন ২ হাজার ১১ ভোট।
সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৯ হাজার ৫৭৫। বৈধ ভোটের সংখ্যা ৯ হাজার ৪৫৪। ১শ ২১ ভোট বাতিল বিবেচিত হয়েছে।
© All rights reserved 2020 ® newspabna.com