রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ০৭:১৪ অপরাহ্ন
চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে সোমবার (০৪ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ জন জয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর এস এম মঈনুদ্দিন জানান, উপজেলার নিমাইচড়া ইউনিয়নের সমাজ বলজপুর গ্রামে জুয়া খেলার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৯ জন জুয়াড়িকে আটক করা হয়।
এ সময় নগদ ৩ হাজার টাকা, জুয়া খেলার তাসসহ অন্যান্য দ্রব্যাদি জব্দ করা হয়।
আটককৃতরা হলো সমাজ বলজপুর গ্রামের আবু তালেবের ছেলে শামসুল হক (২৬), ইসমাইল মুন্সির ছেলে মো. রাসেল (২৪), মধু মোল্লার ছেলে আলমগীর (২৩), মোবারক হোসেনের ছেলে জামাল উদ্দিন (৩০), আকরাম মোল্লার ছেলে জালাল উদ্দিন (২২), হাতেম মোল্লার ছেলে রব্বে মোল্লা (৩৫), আবু মোল্লার ছেলে হাফিজুল (২২), বিশা মোল্লার ছেলে আজাদুল (৩০) ও অনিল হলদারের ছেলে মদন হলদার (২১)।
থানায় ১৮৬৭ সালের জুয়া আইন মামলা করে আটককৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।
© All rights reserved 2020 ® newspabna.com