শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০৮:৫৭ অপরাহ্ন
চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার বেগম শেহেলী লায়লা ২০ দিনের পেশাগত প্রশিক্ষণ গ্রহণের জন্য ভারত যাচ্ছেন। তিনি আগামী ২৪ ফেব্রুয়ারী থেকে ১৩ মার্চ পর্যন্ত ভারতের মুশারী শহরে অবস্থিত ‘ন্যাশনাল সেন্টার ফর গুড গর্ভন্যান্স’ প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত ২৫ তম ব্যাচে ‘মিড কেরিয়ার ট্রেনিং অন ফিল্ড এডমিনিস্ট্রেশন ফর সিভিল সার্ভেন্ট অব বাংলাদেশ’ শীর্ষক ট্রেনিং কোর্স-এ অংশ গ্রহণ করবেন।
বেগম শেহেলী লায়লা জানান, আজ মঙ্গলবার রাত ৯টায় শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দেবেন। এটি তার সরকারী প্রথম সফর তবে ৭০ সদস্যের প্রতিনিধি দলের যাবতীয় ব্যয় বহন করছে ভারত সরকার।
প্রশিক্ষণ ছাড়াও আগ্রা তাজমহল, মুম্বাইসহ ভারতের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবেন বলে জানিয়েছেন। তার এই সফল সম্পন্ন করে সুস্থ্য ভাবে যেন দেশে ফিরতে পারেন এ জন্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মীসহ সবার কাছে দোয়া কামনা করেছেন।
© All rights reserved 2020 ® newspabna.com