সোমবার, ১৮ জানুয়ারী ২০২১, ১০:১৫ অপরাহ্ন
চাটমোহর ডিগ্রি (অনার্স) কলেজে জাতীয় শোক দিবস পালন
চাটমোহর প্রতিনিধি: চাটমোহর ডিগ্রি (অনার্স) কলেজ নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন করে। আয়োজনের মধ্যে ছিল পতাকা উত্তোলন, আলোচনা সভা, দোয়া মাহফিল, রচনা প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও শোক র্যালি।
সোমবার (১৫ আগস্ট) সকালে কলেজের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়।
অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, উপাধ্যক্ষ মোঃ আব্দুল মজিদ কলেজের সকল শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
কলেজের হলরুমে অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ মোঃ আব্দুল মজিদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, সহকারী অধ্যাপক এ.এস.এম এনামূল হক, প্রভাষক লিলি আক্তার প্রমূখ।
আলোচনা শেষে রচনা প্রতিযোগিতার ফলাফল ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।
জাতির জনক বঙ্গবন্ধু বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে অধ্যক্ষের নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থীদের অংশগ্রহণে শোক র্যালি বের হয়। শোক র্যালিটি চাটমোহর পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
© All rights reserved 2020 ® newspabna.com