রবিবার, ১৮ এপ্রিল ২০২১, ১০:৫৩ অপরাহ্ন
পাবনার চাটমোহর ডিগ্রী (অনার্স) কলেজে বুধবার নবীন বরন, বিদায় ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সকালে কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, ইউএনও বেগম শেহেলী লায়লা, ভাষা সৈনিক এ্যাড. গৌর চন্দ্র সরকার, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শরফি মাহমুদ সরকার সঞ্জু, ভাঙ্গুড়া ডিগ্রী (অনার্স) কলেজের অধ্যক্ষ শহীদুজ্জামান তরুন, ছাইকোলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, সাবেক পৌর মেয়র অধ্যাপক আঃ মান্নান, থানার ওসি সুব্রত কুমার সরকার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া আজাদ, প্যানেল মেয়র মোঃ নাজিমুদ্দিন মিয়া প্রমূখ। অনুষ্ঠানে কলেজের শিক্ষক মন্ডলী, গভর্নিং বডির সদস্য, অভিভাবক, রানৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গুনীজন সংবর্ধনা ছাড়াও ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম শেহেলী লায়লাসহ অন্যরা গান পরিবেশন করেন।
© All rights reserved 2021 ® newspabna.com