শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ১২:০১ অপরাহ্ন
মোঃ নূরুল ইসলাম, চাটমোহর, পাবনা : পাবনার চাটমোহরে গত সোমবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় বিএনপিসহ তিন মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
চাটমোহর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার আলমগীর হোসেন জানান, এ নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী চাটমোহর উপজেলা আঃলীগ সভাপতি এ্যাড.সাখাওয়াত হোসেন সাখো (নৌকা প্রতীক) নিয়ে ৬ হাজার ৮শ ১২ ভোট পেয়ে বেসরকারী ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
অপরদিকে বিএনপি মনোনীত প্রার্থী আসাদুজ্জামান আরশেদ ৮৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নান ৮শ ৪২ ভোট এবং অপর স্বতন্ত্র প্রার্থী মির্জা রেজাউল করিম দুলাল পেয়েছেন ১শ ৬১ ভোট।
মোট ভোটার সংখ্যা ছিল ১২ হাজার ২শ ৩৮ জন।
তিনি আরো জানান, প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় আসাদুজ্জামান আরশেদ, প্রফেসর আব্দুল মান্নান ও মির্জা রেজাউল করিম দুলালের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
© All rights reserved 2020 ® newspabna.com