বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ০১:৩৬ পূর্বাহ্ন
মোঃ নূরুল ইসলাম, চাটমোহর, পাবনা : পাবনার চাটমোহর পৌরসভার আসন্ন নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইকালে ২ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
এরা হলেন ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আঃ কুদ্দুস সাহাবুল। ঋণখেলাপীর দায়ে তার মনোনয়নপত্র বাতিল হয়।
এছাড়া সংরক্ষিত নারী আসন ১ ২ ও ৩নং ওয়ার্ডের প্রার্থী বৃষ্টি আকতারের বয়স কম হওয়ায় মনোনয়নপত্র বাতিল হয়।
মনোনয়নপত্র দাখিলের পর ৩ ডিসেম্বর বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হয়েছে। আগামী ১০ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন।
গত ১ ডিসেম্বর মঙ্গলবার উৎসবমুখর পরিবেশে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিলেও বৃহস্পতিবার জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হয়।
মেয়র, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে দাখিল করা মনোনয়নপত্রের মধ্যে মেয়র পদে ৫ জন, সংরক্ষিত নারী আসনে ১১ জন ও সাধারণ কাউন্সিলর পদে ২৮জনেরই মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়।
মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.সাখাওয়াত হোসেন সাখো, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, বিএনপি মনোনীত পৌর বিএনপির আহবায়ক আসাদুজ্জামান আরশেদ, বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র প্রফেসর আঃ মান্নান ও স্বতন্ত্র প্রার্থী এজিপি এ্যাড.সাইদুল ইসলাম চৌধুরী মনোনয়নপত্র দাখিল করেন।
© All rights reserved 2020 ® newspabna.com