বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১, ০৪:৫১ অপরাহ্ন
উপজেলা নির্বাহী অফিসার বেগম শেহেলী লায়লা
চাটমোহর প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
চাটমোহর উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে চাটমোহর ডিগ্রী অনার্স কলেজ মাঠে অনুষ্ঠিত টূর্ণামেন্টের উদ্বোধন করেন চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার বেগম শেহেলী লায়লা।
মঙ্গলবার (১৭ মে) দুপুরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চাটমোহর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল করিম খান আরজ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ সুফিয়া খাতুন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রোকেয়া আজাদ, অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার আবুল বাশার মোঃ শামসুজ্জামানসহ শিক্ষা কমিটির সদস্যবৃন্দ, সহকারী শিক্ষা অফিসারবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণ, সাংবাদিক, সূধীজন উপস্থিত ছিলেন।
© All rights reserved 2020 ® newspabna.com