বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ১০:৪৫ অপরাহ্ন
বিশ্ব ডেস্ক : মানবিক কাজের জন্য তিন বাংলাদেশি তরুণ এবং এক তরুণীকে ‘রিয়েল লাইফ হিরো’ হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ।
এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদ্য সাবেক সদস্য তানভীর হাসান সৈকত জাতিসংঘের ‘বাস্তব জীবনের নায়ক’ (রিয়েল লাইফ হিরো) হিসেবে স্বীকৃতি পেয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ছাত্র৷
করোনাকালে দুর্দশাপীড়িত মানুষকে সহায়তার জন্য তানভীর হাসান সৈকতকে এই স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের মানবিক সহায়তা কার্যক্রম সমন্বয় সংস্থা (ইউএনওসিএইচএ)৷
তানভীর সম্পর্কে ইউএনওসিএইচএর ওয়েবসাইটে বলা হয়েছে, গত মার্চে বাংলাদেশে করোনা মহামারি শুরু হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে নিজেদের বাড়িতে চলে যান৷ কিন্তু তানভীর ও তাঁর সঙ্গের কয়েকজন ক্যাম্পাসে থেকে প্রান্তিক মানুষকে সহায়তা করেন৷ গত এপ্রিলের শুরু থেকে টানা ১১৬ দিন মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার পর তিনি সুনামগঞ্জের বন্যাকবলিত মানুষকে সহায়তা করতে সেখানে যান৷ বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অর্থসহায়তা নিয়ে তিনি মানবিক কার্যক্রম অব্যাহত রাখেন৷
এ বিষয়ে তানভীর হাসান সৈকতের সঙ্গে কথা হলে তিনি বলেন, আমি দায়িত্ববোধ থেকে মানুষের জন্য কাজ করেছি। এ কাজের স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। এটা আমার জীবনে বড় অনুপ্রেরণা জুগিয়েছে। জাতিসংঘ আমাকে এ স্বীকৃতি দিয়ে মানুষের জন্য কাজ করতে আমাকে আরো দায়বদ্ধ করে দিলো। সামনে মানুষের জন্য মানবিক কাজ অব্যাহত রাখব।
তানভীর ছাড়া জাতিসংঘের ‘বাস্তব জীবনের নায়ক’ হিসেবে স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশি আরো চারজন। তারা হলেন, প্রকৌশলী রিজভী হাসান, অনুবাদক সিফাত নূর ও করোনাকালে মানুষের পাশে দাঁড়ানো তরুণী আঁখি৷
প্রসঙ্গত, বুধবার ছিলো বিশ্ব মানবতা দিবস৷ দিবসটি উপলক্ষে গত সোমবার মানবতাবাদী ও মানবিক সহায়তার সম্মুখযোদ্ধাদের বিশেষ শ্রদ্ধা জানিয়ে ‘রিয়েল লাইফ হিরোস’ নামের ক্যাম্পেইন করে ইউএনওসিএইচএ৷ এর উদ্দেশ্য মানবিক কাজের স্বীকৃতি ও মানুষকে মানবিকতায় উদ্বুদ্ধ করা৷
© All rights reserved 2020 ® newspabna.com