সোমবার, ২৫ জানুয়ারী ২০২১, ০৩:০৫ পূর্বাহ্ন
চিনাখড়া-সাতবাড়িয়া সড়কে দুই মাস ধরে যান চলাচল বন্ধ
নিজস্ব প্রতিনিধি : পাবনায় দেশের দ্বিতীয় বৃহত্তম গাজনার বিলের ভেতরের একমাত্র পাকা সড়কটি (চিনাখরা-সাতবাড়িয়া)পানির ঢেউয়ের তোড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ওই সড়কে দুই মাস ধরে রিকশা-ভ্যান ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ আছে।
সংশ্লিষ্ট সূত্র ও এলাকাবাসী জানায়, ২০১০ সালে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডির) অর্থায়নে প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে গাজনার বিলের ভেতরের ১০ কিলোমিটার রাস্তাটি সংস্কার করা হয়।
ওই এলাকার একমাত্র সড়কটি দিয়ে চিনাখড়া, সাতবাড়িয়া, মানিকহাট, বনখোলা, খয়রান, কাদোয়া, কাকিয়ান, শ্যামনগর, ভাটপাড়া, কুড়িপাড়া, ভাটপাড়া, নারুহাটি, নিশ্চিন্তপুরসহ ২০-২২টি গ্রামের প্রায় ৪০ হাজার মানুষ মাইক্রোবাস, মিনিবাস, সিএনজি চালিত অটোরিকশা, নসিমন-করিমনসহ বিভিন্ন যানবাহন যোগে যাতায়াত করত।
সাম্প্রতিক বন্যায় গাজনার বিলের প্রচণ্ড ঢেউয়ের তোড়ে সড়কটির বিভিন্ন জায়গা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে এ সড়কে যানবাহন বন্ধ থাকায় জনসাধারণকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ব্যাপারে তাই এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছে।
এ ব্যাপারে পাবনার এলজিইডির সহকারী প্রকৌশলী আব্দুর রশিদ বলেন, গত বছরের বন্যার প্রথম দিকে ব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়। এ বিষয়ে উপজেলা প্রকৌশলীকে সম্ভাব্য খসড়া করে পাঠাতে বলা হয়েছে।
© All rights reserved 2020 ® newspabna.com