শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১, ০৮:০৯ অপরাহ্ন
রংপুরে নার্সিং কলেজছাত্রীকে অপহরণের সময় মাইক্রোবাসসহ চার অপহরণকারীকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ক্লাস শেষে বাড়ি ফেরার পথে সরকারি নার্সিং কলেজের ছাত্রীকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে পালিয়ে যাচ্ছিল চার অপহরণকারী। এ সময় মাইক্রোবাসের জানালা খুলে বাঁচার আকুতি জানায় ভুক্তভোগী কলেজছাত্রী।
তার চিৎকারে স্থানীয় কয়েকজন যুবক মোটরসাইকেলে মাইক্রোবাসটির গতিরোধ করে। পরে নাজমুল, আরিফুল, জনি ও লাবলু নামে চার অপহরণকারীকে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়। অপহৃত কলেজছাত্রীকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় সোমবার সকালে কোতোয়াতি থানায় কলেজছাত্রী বাদী হয়ে একটি অপহরণ মামলা করেন। এ মামলায় আটক চারজনকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছেন রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম।
© All rights reserved 2020 ® newspabna.com