পাবনা প্রতিনিধি : চুরি হওয়ার মাত্র তিন দিন শেষ না হতেই বুধবার রাতে ইজিবাইকসহ চুরির সাথে জড়িত রায়হানকে বাঘা রোডের গোকুল নগর থেকে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। গ্রেফতারকৃত রায়হান মুলাডুলি হাসিনা পাড়ার তোরাব আলীর ছেলে।
ঈশ্বরদী থানাসূত্র জানায়,গত ২৪ এপ্রিল সকালে শহরের আলো জেনারেল হাসপাতালের সামনে থেকে প্রকাশ্য দিবালোকে একটি নতুন ইজিবাইক চুরি হয়।
এরপর থানায় অভিযোগ দেওয়ার পর ওসি আসাদুজ্জামানের নেতৃত্বে সদর ফাড়ির পুলিশ পরিদর্শক রুহুল আমিন শহরের বিভিন্ন এলাকায় অভিযান শুরু করেন। এক পর্যায়ে গত বুধবার রাতে ঈশ্বরদী-বাঘা রোডের গোকুলনগর থেকে ইজিবাইকসহ রায়হানকে গ্রেফতার করা হয়। এঘটনার পর সচেতন মহলের মন্তব্য ইচ্ছা করলে এমন কোন ভাল কাজ নেই যেটা পুলিশ করতে পারেনা।