শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১, ০৮:৪৭ অপরাহ্ন
চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচন উপলক্ষ্যে (২২ এপ্রিল) শুক্রবার অওয়ামী লীগের প্রার্থী নির্ধারনের লক্ষ্যে অনুষ্ঠিত তৃণমূলের ভোটে মোঃ নজরুল ইসলামকে নির্বাচিত করা হয়েছে।
উল্লেখ্য, তৃণমূলের এ ভোটে ছাইকোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি শের মাহমুদ মিয়ার বড় ছেলে নজরুল ইসলাম ১৯ ভোটের মধ্যে ১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন পেয়েছেন মাত্র ৩ ভোট। নজরুল ইসলাম দির্ঘদিন যাবত বিভিন্ন সমাজ সেবা মূলক কাজে নিয়োজিত রয়েছেন।
তৃণমূলের ভোটে বিজয়ী এ নেতা জানান, এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে, গরীব দুঃখী মানুষের পাশে দাড়াতে, সমাজ সেবায় অগ্রণী ভূমিকা রাখতে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। পাশাপাশি তিনি ইউনিয়নের ভোটারসহ সর্বস্তরের মানুষের দোয়া সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
© All rights reserved 2020 ® newspabna.com