শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ০৫:৩৭ অপরাহ্ন
জঙ্গীবাদের প্রতিবাদে শ্রমিক লীগের মিছিল
শহর প্রতিনিধি: গুপ্ত হত্যা,সন্ত্রাস ও জঙ্গীবাদের প্রতিবাদে এবং এর সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে মিছিল ও সমাবেশ করেছে জেলা শ্রমিক লীগের নেতাকর্মীরা।
গতকাল বৃহস্পতিবার (২১ জুলাই) বিকালে জেলা শ্রমিক লীগের সভাপতি ফুরকান আলীর নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
মিছিলকারীরা সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত করে তোলে শহরের রাজপথ।
মিছিল শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জেলা শ্রমিক লীগের সভাপতি ফুরকান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি রেজাউল রহিম লাল।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিজয় ভুষন রায় ও মনিরুজ্জামান মান্না। অন্যদের মাঝে বক্তব্য দেন জেলা শ্রমিক লীগ নেতা আলমগীর হোসেন আলম, রুহুল আমিন, সেলিম শেখ, হান্নান মুন্সি, কামাল হোসেন,আলতাফ হোসেন, সিরাজুল ইসলাম, সাদেক ইমাম হিরো, জাহিদুল ইসলাম,হারুনুর রশিদ প্রমূখ। সমাবেশ পরিচালনা করেন শ্রমিক লীগ নেতা হারিক হোসেন।
© All rights reserved 2020 ® newspabna.com