শনিবার, ০৬ মার্চ ২০২১, ০৫:৫৫ অপরাহ্ন
ঈশ্বরদী সংবাদদাতা : জাতীয় দিবসগুলোর ছুটি বাড়িতে বা শ্বশুরবাড়ি যাওয়ার জন্য নয়। দাপ্তরিক নিয়মিত কাজ-কর্ম বাদ রেখে দিবসগুলো সুন্দরভাবে উদযাপন ও অংশগ্রহণের জন্য ছুটি দেওয়া হয়। ঈশ্বরদী উপজেলা পরিষদ আয়োজিত একুশের প্রস্তুতি ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় পাবনা-৪ আসনের এমপি নূরুজ্জামান বিশ্বাস প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
নূরুজ্জামান বিশ্বাস বলেন, অনেক ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। তাই ত্যাগ-তিতিক্ষার বিষয়টি অন্তরে ধারণ করে জাতীয় দিবসগুলো পালনে সকলকে আন্তরিক ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেযারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, পৌরসভার মেয়র ইসাহক আলী মালিথা, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ, রূপপুর প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস প্রমুখ।
© All rights reserved 2021 ® newspabna.com