বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ০৮:২৮ পূর্বাহ্ন
বার্তাকক্ষ : ট্রেনে ভ্রমণের সময় জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক সাথে রাখার সিদ্ধান্ত বাতিল করেছে রেলপথ মন্ত্রণালয়।
তবে একজনের জাতীয় পরিচয়পত্র দিয়ে পরিবারের সর্বোচ্চ চার সদস্যের টিকিট কেনা ও ভ্রমণ করা যাবে।
আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) মন্ত্রণালয়ের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ১৩ আগস্ট বাংলাদেশ রেলওয়ের প্রেস বিজ্ঞপ্তিতে ট্রেনে যাত্রীদের জাতীয় পরিচয়পত্রসহ ভ্রমণের কথা বলা হয়। কিন্তু বর্তমানে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক সাথে রাখার বিষয়টি শিথিল করা হয়েছে। তবে একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে পরিবারের সর্বোচ্চ চার সদস্যের টিকিট কেনা ও ট্রেন ভ্রমণ করা যাবে।
© All rights reserved 2020 ® newspabna.com