মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১, ০৮:৪৫ অপরাহ্ন
পাবনা প্রতিনিধি : সন্ত্রাস ও ভাঙচুর মামলায় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে শিরহান শরীফ তমালসহ ১১ জনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (২১ মে) দুপুর ১২টায় পাবনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম এ আদেশ দেন।
পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগের দুই পক্ষের দ্বন্দ্বের জেরে ভূমিমন্ত্রীপুত্র তমাল ও যুবলীগ নেতা রাজীব সরকারের নেতৃত্বে বৃহস্পতিবার প্রতিপক্ষের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের বিশ্বাসের বাবা মুক্তিযোদ্ধা আতিউর রহমান বাদী হয়ে মন্ত্রীপুত্র তমালসহ ১১ জনকে আসামি করে মামলা করেন।
শুক্রবার ভোরে তাদের গ্রেফতার করে পুলিশ। রোববার আসামিদের পক্ষে আইনজীবী আব্দুল আহাদ বাবু জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
© All rights reserved 2020 ® newspabna.com