বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ০৮:৩১ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক : জার্মানির জয়ের সম্ভাবনা থাকলেও শেষ মুহূর্তে স্পেনের ডিফেন্ডার হোসে লুইস গায়ার গোলে পাল্টে যায় ম্যাচের দৃশ্যপট। শেষ পর্যন্ত জার্মানি ও স্পেনের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
উয়েফা নেশন্স লিগের এবারের আসরের বৃহস্পতিবার টুর্নামেন্টের উদ্বোধনী দিনে ‘এ’ লিগে ৪ নম্বর গ্রুপের ম্যাচটিতে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে স্পেন। এর মধ্য দিয়ে বড় ধরনের হোঁচট খেলো সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।
দ্বৈরথটা দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও স্পেনের। ম্যাচের অন্তিম মুহূর্ত। একটা গোল যেনো পাল্টে দিলো পুরো ম্যাচের দৃশ্যপট। অথচ পুরো ম্যাচে দাপুটে ফুটবল খেলেও তীরে এসে তরী ডোবালো জার্মানরা। এমন দৃশ্যে ডাগ আউটে স্তব্ধ জোয়াকিম লো।
ম্যাচের শুরুতেই বড় এই দুদলের মাঝে তেমন একটা ছন্দ ছিলো না। তবে এক পর্যায়ে আধিপত্য বিস্তার করে জার্মানি। প্রতিপক্ষের রক্ষণদূর্গে মূহুমূহু আক্রমণ শানায় স্বাগতিকরা। যদিও ম্যাচের ১১ মিনিটে দারুণ এক সুযোগ পায় স্বাগতিকরা। টনি ক্রুসের ক্রস থেকে ভেরনারের দুর্দান্ত হেড রুখে দেন স্প্যানিশ গোলরক্ষক।
তবে তিন মিনিট পরই জার্মান গোলরক্ষককে একা পেয়েও, গোলের সহজ সুযোগ নষ্ট করেন স্প্যানিশ ফরোয়ার্ড রদ্রিগো। ফলে প্রথমার্ধ্ব থাকে গোলশূন্য। বিরতির পরও দাপুটে ফুটবল খেলে জার্মানরা। ৫১ মিনিটে ডেডলক ভাঙ্গে লোর শিষ্যরা। রবিন গোজেন্সের অ্যাসিস্টে দলকে এগিয়ে দেন চেলসি ফরোয়ার্ড টিমো ভেরনার।
সাত মিনিট পরই সমতায় ফিরতে পারতো এনরিকের দল। যদি না রদ্রিগোর শট ক্রসবারে ছুঁয়ে যেতো। এরপর ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয় জার্মানরা। শেষ পর্যন্ত ম্যাচের অতিরিক্ত সময়ে লুইস গায়ার নাটকীয় গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে স্পেন।
© All rights reserved 2020 ® newspabna.com