বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ০৩:৩৫ অপরাহ্ন
ফাইল ফটো
শহর প্রতিনিধি: ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের ঠাই নাই। ইসলামের কথা বলে যারা মানুষ খুন করে তারা প্রকৃত মুসলমান নয়। দেশে ধর্মেও দোহাই দিয়ে গুপ্তহত্যা, সন্ত্রাস ও জঙ্গিবাদ কায়েম করার চেষ্টা করছে তাদের আইনের আওতায় আনা হবে।
জঙ্গিবাদ নির্মুলে পাবনা জেলার দ্বায়িত্বশীল কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, মোয়াজ্জেম, ইমামসহ সকলের দ্বায়িত্বশীল ভুমিকা রাখতে হবে।
পাবনাকে জঙ্গিবাদমুক্ত রাখতে এভাবেই প্রত্যয় ব্যক্ত করেন জেলা সমন্বয় কমিটির সভায় বক্তারা।
সোমবার (১৮ জুলাই ) সকালে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
ভারপাপ্ত জেলা প্রশাসক মাকসুদা বেগম সিদ্দীকা’র সভাপতিত্বে সভায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ সাইফ উদ্দিন ইয়াহিয়া, সুজানগর উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম, ফরিদপুর উপজেলা চেয়ারম্যান , ফরিদপুর পৌর মেয়র কামরুজ্জামান মাজেদ. ফরিদপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান, চাটমোহর উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, জেলা মৎস কমকর্তা আব্দুল আজিজ, সরকারি এডওর্য়াড কলেজের অধ্যাপক বেলাল হোসেন,
গণ পুর্ত বিভাগের উপ বিভাগীয় নিবার্হী প্রকৌশলী আহমেদ সাজ্জাদ খান, জনস্বাস্থ্য বিভাগের প্রকৌশলী দীপক কুমার সরকার, পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব, ভোক্তা অধিকারের এডি মো: হাসানুজ্জামান, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা রায়হানা ইসলাম, সুজানগর উপজেলা নিবার্হী কর্মকতা মো. সাখাওয়াৎ হোসেন,
আটঘরিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: আলিমুন রাজিব, বিটিভি প্রতিনিধি ও সংবাদ পত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, বাসস ও ভোরের কাগজ প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, বেতার প্রতিনিধি কলকারখানা ও প্রতিষ্ঠান অদিপ্তরের উপমহাপরিদর্শক মো. মোর্তজা মোর্শেদ ।
© All rights reserved 2020 ® newspabna.com