সোমবার, ১৮ জানুয়ারী ২০২১, ০১:০৩ অপরাহ্ন
সিনিয়র স্টাফ রিপোর্টার, পাবনা : টাঙ্গাইলের মধুপুরে গারো পল্লীতে ইউনিভার্সাল ফুডের ব্যবস্থাপরা পরিচালক রোটারিয়ান সোহানী হোসেনকে প্রাণঢালা অভ্যর্থনা জানানো হয়েছে।
গত শুক্রবার তিনি তার প্রতিষ্ঠান রত্নদ্বীপ রিসোর্ট, রূপকথা ইকো রিসোর্ট আর রূপকথার কাব্যের ক্ষুদ্র জাতিসত্তার আদিবাসী গারো কর্মিদের আমন্ত্রণে মধুপুরে যান।
এ সময় সোহানী হোসেন বলেন, সম্প্রতি হেমন্তের এই সকালটি আমার স্মৃতির মানসপটে অম্লান থাকবে অনেকদিন। ক্ষুদ্র জাতিসত্তার অনেকগুলো মেয়ে কাজ করে আমার সাথে, আমাদের সাথে।
রত্নদ্বীপ রিসোর্ট, রূপকথা ইকো রিসোর্ট আর রূপকথার কাব্যের কর্মী- ওরা আমার স্বপ্নের সহযাত্রী। ওদের পরিবার, ওদের ঠিকানায় গিয়েছিলাম ওদেরই আমন্ত্রণে।
“খাসারা চিং রিপ্পেংরাং” সুর হয়ে ভেসে বেড়াচ্ছিল যেন আমার চারপাশ ঘিরে। মধুপুরে ফাদার লরেন্স রিবেরু সহ পুরো গারো পল্লী যে অভ্যর্থনায় সিক্ত করলো- আমি মুগ্ধ, আমি আপ্লুত।
নাচে- গানে আপ্যায়নে আমাকে ঘিরে রেখেছিল ওরা, মোহাবিষ্ট আমি যেন মন্ত্রমুগ্ধের মতই ওদেরই একটা অংশ হয়ে উঠেছিলাম।
© All rights reserved 2020 ® newspabna.com