রবিবার, ১৮ এপ্রিল ২০২১, ১১:০৮ অপরাহ্ন
ফাইনলের মতই হলো ফাইনাল। শেষ ওভার পর্যন্তও বলা যায়নি আসলে কে জিতবে। নিঃসন্দেহে টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা দুটি দল মুখোমুখি। টান টান উত্তেজনাপূর্ণ খেলাটিতে শেষ ওভারে প্রয়োজন ১৯ রান। বোলার ক্রিস জর্ডান। ব্যাটসম্যান কার্লোস ব্রাফেট। প্রথম বলেই লেগ সাইড দিয়ে ছক্কা।
দ্বিতীয় বলে লং অন দিয়ে আরেকটা বিশাল ছক্কা। পরের বলেই লং অফের ওপর দিয়ে আরেকটি ছক্কা। তাতেই জয় নিশ্চিত ওয়েস্ট ইন্ডিজের। চতুর্থ বলে আবারও ছক্কা। টানা চারটি ছক্কায় ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারেরমত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে গেলো ওয়েস্ট ইন্ডিজ।
© All rights reserved 2021 ® newspabna.com