মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১, ১১:৪৭ পূর্বাহ্ন
পাবনা প্রতিনিধি : পাবনা সদর থানার টেবুনিয়ায় নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ দুলাল হোসেন (৩৫) ও খায়রুল হোসেন (৩০) নামের দুই ব্যক্তিকে আটক করেছে পাবনা ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পাবনা ডিবি অফিস সূত্র জানায়, গতকাল শনিবার (০১ এপ্রিল) রাতে টেবুনিয়া কৃষি ফার্ম এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক দুলাল পাবনা সদর থানার ফলিয়া গ্রামের মৃত আছের উদ্দিন প্রাং এর ছেলে ও খায়রুল সদর থানার রাণীগ্রামের মৃত ইসহাক আলী প্রাং এর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রিয়াজের নেতৃত্বে টেবুনিয়া কৃষি ফার্মে অভিযান চালায় পাবনা ডিবি পুলিশ। সে সময় ২০ পিচ ইয়াবাসহ তাদের আটক করা হয়। এব্যাপারে মাদকদ্রব্য আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
© All rights reserved 2020 ® newspabna.com