বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ০৬:১৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : পাবনা সদর উপজেলার টেবুনিয়ার অদূরে শাহপুর পূর্বপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন (মুক্তি গিয়াস) আজ শনিবার (০৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। (ইন্না……রাজেউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
মৃত্যুকালে তিনি ৪ ছেলে ২ মেয়ে, আত্মীয়-স্বজন, সহযোদ্ধা মুক্তিযোদ্ধাসহ অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন।
আজ বেলা ২টায় বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনের বাড়ীর সামনে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।
গার্ড অব অনার প্রদান করেন পাবনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. কায়ছারুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের পাবনা সদর উপজেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম বিশ্বাস, পুলিশের এ.এস.আই.এ.বি কবিরুল ইসলাম।
এ সময় অন্যান্য মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব দেওয়ান ওমর ফারুক, হাবিবুর রহমান রঞ্জু, আবুল হোসেন, শহিদুল ইসলাম, আব্দুল জলিল, জাহিদ হাসান, আবদুল জব্বার, মোক্তার হোসেন, ফজর আলী এবং সাংবাদিক এইচ.কে.এম আবু বকর সিদ্দিক।
গার্ড অব অনার প্রদানের পূর্বে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালনের মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এ দিন বিকেল ৫টায় রানীগ্রাম মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে জোতাদম পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
উল্লেখ্য, বর্তমান সরকার সম্প্রতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনের পাকা বাড়ি নির্মাণ করে দিয়েছেন।
© All rights reserved 2020 ® newspabna.com