বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ০২:৩০ অপরাহ্ন
টেবুনিয়ায় কেরাম খেলা নিয়ে যুবক ছুরিকাহত
নিজস্ব সংবাদদাতা : পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ভোজেন্দ্রপুর গ্রামে কেরাম খেলা নিয়ে মিন্টু (২৫) নামে এক যুবক ছুরিকাঘাতে মারাত্মক আহত হয়ে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। আহত মিন্টু একই এলাকার দেরোপ মোল্লার ছেলে।
এলাকাবাসী জানান, শুক্রবার (১২ আগস্ট) বিকেলে টেবুনিয়ার অদূরে ভোজেন্দ্রপুর গ্রামের একটি দোকানে কেরাম খেলা নিয়ে একই গ্রামের নাজিরের ছেলে রনির সাথে কথা কাটাকাটি হয় মিন্টুর।
এরই এক পর্যায়ে রনি পকেট থেকে চাকু বের করে মিন্টুর পেটে ঢুকিয়ে দেয়। এতে মিন্টুর আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে রনি দ্রুত পালিয়ে যায়।পরে স্থানীয়রা মিন্টুকে উদ্ধার করে পাবনা জেনারেল হাপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো।
© All rights reserved 2020 ® newspabna.com