মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০১:৪৪ অপরাহ্ন
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের টেবুনিয়া রেলস্টেশনের নিকট প্রতিপক্ষের আক্রমনে রাজু সরদার, শরিফুল এবং বাপ্পি নামের ৩জন যুবক ধারালো অস্ত্রাঘাতে আহত হয়েছে।
গত ২ জুলাই রাত সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর আহত ৩ জনকে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
এ ঘটনায় বারইপাড়া গ্রামের মৃত তরম প্রামানিকের ছোলে মোঃ ছাত্তার (৪৫) সহ ৬ জনের নাম উল্লেখ করে আহত রাজু সরদার বাদী হয়ে পাবনা সদর থানায় একটি অভিযোগ দাখিল করেছে।
আহত রাজু সরদার ক্ষুদ্রমাটিয়াবাড়ী গ্রামের বিনাজ সরদারের ছেলে।
মঙ্গলবার (০৪ আগস্ট) সকাল ১১ টার দিকে পাবনা সদর থানার এস আই জাহাঙ্গীর আলম অভিযোগ তদন্তে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বলে প্রাপ্ত সূত্রে জানা গেছে।
© All rights reserved 2020 ® newspabna.com