বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১, ০৬:১২ অপরাহ্ন
হাসপাতালে ভর্তি বিষক্রিয়ায় আহত শ্রমিকরা
নিজস্ব প্রতিনিধি : গত সোমবার (৩০ মে) পাবনার টেবুনিয়ায় বিএডিসির বীজ গুদামে কীটনাশকের বিষক্রিয়ায় ২০ শ্রমিক অসুস্থ হয়ে পাবনা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি হয়েছিলেন। আজ বুধবার (১ জুন) দুপুর নাগাদ সকল শ্রমিক সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন বলে খবর মিলেছে।
উল্লেখ্য, সোমবার দুপুরে টেবুনিয়া বিএডিসি বীজ গুদামে প্রায় ৮০ জন শ্রমিক বীজ প্রক্রিয়াজাত করণের কাজ করছিল। এ সময় পোকা দমনে ব্যবহৃত ফসটক্সিন নামক কীটনাশকের বিষক্রিয়ায় একে একে শ্রমিকরা সংজ্ঞাহীন হয়ে পড়ে। পরে বিএডিসি কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
চিকিৎসকরা জানান, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ক্ষতিকর বিষ শরীরে প্রবেশ করায় তারা অসুস্থ হয়ে পড়েছিলো।
তবে, কীটনাশকের বিষক্রিয়ার নির্ধারিত সময় পেরোনের পূর্বেই শ্রমিকদের কাজে বাধ্য করায় এ ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করেছেন শ্রমিকরা।
আবার এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে শ্রমিকদের কথা বলতেও নিষেধ করেছেন বিএডিসি কর্তৃপক্ষ বলে অভিযোগ উঠেছে।
© All rights reserved 2020 ® newspabna.com