শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০৩:১৩ অপরাহ্ন
পাবনা প্রতিনিধি : পাবনার টেবুনিয়া-দাশুড়িয়া মহাসড়কে অটোভ্যান, ভটভটিসহ বিভিন্ন থ্রি-হুইলার চলাচলে বাধা তুলে নেওয়ার দাবিতে সারাদিন গাড়ি বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছে থ্রি-হুইলার চালকরা।
শনিবার (১৬ নভেম্বর) সদর উপজেলার টেবুনিয়া বাজার এলাকায় অবরোধ কর্মসূচি পালন করে তারা। এতে করে বিপাকে পড়ে এই রুটে চলাচলকারী যাত্রীরা।
প্রতিবাদকারীরা অভিযোগ করে বলেন, টেবুনিয়া থেকে ঈশ্বরদী অভিমুখে দাশুড়িয়া পর্যন্ত মহাসড়কের দু’পাশ দিয়ে প্রচুর আঞ্চলিক সংযোগ সড়ক রয়েছে।
সম্প্রতি দুর্ঘটনা এড়াতে ঈশ্বরদী-পাবনা মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধ করা হয়েছে। এতে থ্রি-হুইলার চালকরা প্রায় কর্মহীন হয়ে পড়েছেন।
তাদের দাবি মহাসড়ক থেকে আঞ্চলিক সড়কে যাত্রী বহন করতে হলে অবশ্যই মহাসড়কে থ্রি-হুইলার চলতে দিতে হবে।
সরকার মহাসড়েকের পাশ দিয়ে সংযোগ সড়ক নির্মাণ করার পরিকল্পনাকে স্বাগত জানিয়ে তারা বলেন, ওই সড়ক তৈরির পূর্ব পর্যন্ত মহাসড়কে চলাচলে অনুমতি চান তারা।
এই দাবিতেই তারা প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
© All rights reserved 2020 ® newspabna.com