সোমবার, ১৮ জানুয়ারী ২০২১, ১০:১২ অপরাহ্ন
টেবুনিয়া বাজারে দূর্ঘটনা কবলিত মোটর সাইকেল
নিজস্ব প্রতিনিধি: বুধবার (৩১ আগস্ট) বিকাল সাড়ে পাঁচটার দিকে টেবুনিয়া বাজারে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় কমপক্ষে ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, টেবুনিয়া এলাকায় নবনির্মিত ট্রেন লাইনে কাজ করা ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্সের একটি ভাড়ি ট্রাক হঠাৎ করে টেবুনিয়া বাজার মসজিদের সামনে ব্রেক ফেল করলে এ দূর্ঘটনা ঘটে।
এসময় প্রায় চারটি ভ্যানগাড়ি ও একটি মোটর সাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের মজিদপুর গ্রামের বাসিন্দা আলহাজ নজরুল ইসলাম (৫৭) মারাত্মক আহত হন। এসময়ে তার সাথে থাকা মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত পাবনা সদর হাসপাতালে ভর্তি করেন। স্থানীয়রা ড্রাইভারসহ ট্রাকটি আটক করে বিক্ষোভ প্রদর্শণ করলে রাস্তার দুপাশে শত শত যানবাহন আটকা পরে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
দূর্ঘটনাস্থলে দ্বায়িত্বরত একজন পুলিশ অফিসার জানান, পরিস্থিতি সম্পূর্ণ পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। উভয়পক্ষ বসে বিষয়টির সুরাহার চেষ্টা চলছে। পরিস্থিতি বুঝে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।
© All rights reserved 2020 ® newspabna.com