বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ০১:২২ অপরাহ্ন
‘হাসি মুখে নতুন পথে’ স্লোগানে উন্মোচিত হলো বাংলাদেশের রাষ্ট্রয়াত্ত মোবাইল ফোন সেবাদাতা টেলিটকের নতুন লোগো। মঙ্গলবার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি হলে আনুষ্ঠানিকভাবে ‘নতুন লোগো উন্মোচন ও রি-ব্র্যান্ডিং কার্যক্রম’-এর উদ্বোধন করা হয়।
টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম রাষ্ট্রয়াত্ত মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটকের নতুন লোগো উন্মোচন করেন। এসময় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, টেলিটক বাংলাদেশ লিমিটেড ২০০৪ সালের ২৯ ডিসেম্বরে যাত্রা শুরু করে। এছাড়া ২০১২ সালের ১৪ অক্টোবর থেকে টেলিটক জিপিআরএস, এজ এবং থ্রিজি ইন্টারনেট সংযোগ প্রদান শুরু করে।
© All rights reserved 2020 ® newspabna.com