রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০১:৩৫ অপরাহ্ন
প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়া রাকিম কর্নওয়ালকে দ্বিতীয় ইনিংসে আক্রমণেই আনেনি ওয়েস্ট ইন্ডিজ। কর্নওয়ালকে আড়াল করার জন্যই রোববার তৃতীয় ও শেষদিনে মাঠেই নামায়নি তাকে সফরকারীরা।
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে তিনদিনের প্রস্তুতি ম্যাচ অনুমিতভাবেই ড্র হয়েছে। এই ম্যাচ দিয়ে অতিথিরা সেরে নিল টেস্টের প্রস্তুতি।
দ্বিতীয় ইনিংসে ২৯১-এ থেমে স্বাগতিকদের ৩৮৯ রানের লক্ষ্য দেয় সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে বিসিবি একাদশ দুই উইকেটে ৬৩ রান তোলে। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ২৫৭ এবং বিসিবি একাদশ ১৬০ রান করে।
প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশে রাখা হয়নি কোনো বাঁ-হাতি ও ডান-হাতি অফ-স্পিনার। প্রথম ইনিংসে লেগ-স্পিনার রিশাদ হোসেনের তোপের মুখে পড়ে সফরকারীরা। ওয়েস্ট ইন্ডিজও স্পিনে নিজেদের শক্তির জানান দিয়েছে। কর্নওয়াল ও জোমেল ওয়ারিকানরা দুর্দান্ত বোলিং করেছেন।
কাল পাঁচ উইকেটে ১৭৯ রান নিয়ে তৃতীয়দিনের খেলা শুরু করে ক্যারিবীয়রা। জশুয়া দ্য সিলভা (৪৬) ও রেমন রেইফারের (৪৯) ব্যাটিংয়ে ২৯১ রান করে তারা। তরুণ পেসার মুকিদুল ইসলাম চার উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসেও তিনটি উইকটে নেন চূড়ান্ত দলে জায়গা না পাওয়া পেসার খালেদ আহমেদ। এবারও ব্যর্থ ওপেনার সাইফ হাসান। প্রথম ইনিংসের সেরা ব্যাটসম্যান নাঈম শেখ ফেরেন শূন্যতে। ১৪ রানে দুই উইকেট হারায় বিসিবি। সাদমান ইসলাম ৮১ বলে ২৩ এবং ইয়াসির আলী ৫৬ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন।
দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বুধবার।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস ২৫৭। বিসিবি একাদশ প্রথম ইনিংস ১৬০।
ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস ২৯১ (জন ক্যাম্পবেল ৬৮, এনক্রুমা বোনার ৮০, জশুয়া দ্য সিলভা ৪৬, রেমন রেইফার ৪৯*। খালেদ আহমেদ ৩/৪২, মুকিদুল ইসলাম ৪/৫৯)।
বিসিবি একাদশ দ্বিতীয় ইনিংস ৬৩/২ (সাদমান ইসলাম ২৩, ইয়াসির আলী ৩৩। রেমন রেইফার ২/২৩)।
ফল : ম্যাচ ড্র।
© All rights reserved 2021 ® newspabna.com