সোমবার, ০১ মার্চ ২০২১, ০৭:৪৫ অপরাহ্ন
ওয়েস্ট ইন্ডিজের কাছে দুই টেস্ট হেরে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। এতে হতাশ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক, কোচ বদলেরও।
নাজমুল হাসান পাপন বলেন, ‘আমরা যেভাবে উইকেট ছুঁড়ে দিয়ে এসেছি এটা কোনো দলেই দেখিনি। কোনো খেলোয়াড় যদি একইভাবে বারবার আউট হয় সেটা মেনে নেয়া কঠিন। আউট হতেই পারে ভালো বলে। কিন্তু যে সব বলে আউট হয়েছে, তবে মুশফিক ভালো বলে আউট হয়েছে, কিন্তু বাকি আউটগুলা মানা যায় না।’
দলের সমস্যা নিয়ে বোর্ড প্রধান বলেন, ‘আসলে সমস্যাটা কোথায়। দলে তো আহামরি কোনো পরিবর্তন আসেনি। আমি যদি বলি, কোনো কিছুই আসলে ঠিক নেই। প্রত্যেকটা ম্যাচের আগে, দিনের আগে, সেশনের আগে স্ট্রেটেজি থাকে প্ল্যান থাকে। কিন্তু কিছুই ছিল না। যে যার যার মতো খেলে দিয়ে আসছে।’
তিনি বলেন, ‘এসব তো রাতারাতি বদলানো যাবে না। তবে এভাবে চলতে দেয়া যাবে না। আমরা হারতে পারি কিন্তু এভাবে একটা দলকে ছোট করে দেখা, ৩৯৫ রানের লিড দিয়েও হেরে যাওয়া। আমার মনে হয়েছে, কত তাড়াতাড়ি ড্রেসিং রুমে যাবে ওরা এই চিন্তায় ছিলো।’
পাপন আরো যোগ করেন, ‘চট্টগ্রাম টেস্টের পর ঢাকা টেস্টের জন্য বলা হয়েছিল দুই পেসার খেলানো হবে কিন্তু শেষে খেলায়নি কেন? এসবের জবাব দিতে হবে অধিনায়ক ও কোচকে।’
© All rights reserved 2021 ® newspabna.com