সোমবার, ১৮ জানুয়ারী ২০২১, ০১:৫২ অপরাহ্ন
যুক্তরাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকা অ্যাসেক্সে একটি ট্রাক থেকে ৩৯ মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। স্থানীয় পুলিশের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানায়, একটি কারখানার পার্কে থাকা ট্রাক থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। তারা আরও জানায়, উদ্ধার হওয়া মৃতদেহের মধ্যে একজন কিশোরের লাশও রয়েছে।
স্থানীয় পুলিশের চিফ সুপারিনটেনডেন্ট অ্যান্ড্রু মেরিনার বলেন, এটি একটি মর্মান্তিক ঘটনা, যেখানে বিপুল সংখ্যক মানুষ প্রাণ হারিয়েছে। কী ঘটেছে তা জানতে আমাদের অনুসন্ধান চলছে। তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করার বিষয়টি প্রক্রিয়াধীন, তবে আমি অনুমান করি যে এটি দীর্ঘতর প্রক্রিয়া হতে পারে।
অ্যান্ড্রু মেরিনার বলেন ‘আমরা ধারনা করছি যে লরিটি বুলগেরিয়া থেকে এসে শনিবার ১৯ অক্টোবর যুক্তরাজ্যে প্রবেশ করেছে’ এদিকে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে লরি চালককে গ্রেপ্তার করা হয়েছে যিনি পুলিশ হেফাজতে রয়েছেন
© All rights reserved 2020 ® newspabna.com