শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১, ০৫:৪১ পূর্বাহ্ন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রাইভেটকার উল্টে মাসুদ রেজা বসুনিয়া (৩২) নামে এক চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজলোর চাপোড় এলাকার বীরগঞ্জ-পীরগঞ্জ পাকা সড়কে এ র্দুঘটনা ঘটে। নিহত চালক নীলফামারী জেলার সৈয়দপুর পৌরশহররে মশিউর রহমানের ছেলে। তিনি নীলফামারী জেলার বিআরটিএ অফিসের কর্মকর্তা বলে জানা গেছে।
প্রত্যক্ষর্দশীরা জানান, রানীশংকৈলে গামী একটি প্রাইভটেকার চাপোড় এলাকায় পৌঁছালে তার সামনরে চাকা হঠাৎ বাস্ট হয়ে যায়। এতে প্রাইভটেকারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খায়। এসময় ঘটনাস্থলইে চালক নিহত হন। পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় ঘটনার সত্যতা নশ্চিতি করেছেন।
© All rights reserved 2021 ® newspabna.com