বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ০৯:৫৩ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জগথা গ্রামে রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন দুই সরকারি কর্মচারী। আজ সোমবার সকালে ঢাকাগামী ৭৫৮ ডাউন দ্রুতযান ট্রেনের ধাক্কায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- ঠাকুরগাঁও জেলা জজ আদালতের জারিকারক আব্দুস সোবহান ও রুহুল আমিন। এর মধ্যে আব্দুস সোবহানের বাড়ি সদর উপজেলার আঁকচা গ্রামে, অপরজনের সদর উপজেলার বরুণাগাঁও গ্রামে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার সকাল সোয়া ৯টার দিকে তারা অফিস আদেশ জারি করতে মোটরসাইকেলযোগে পীরগঞ্জ উপজেলা শহরে যান। এ সময় রেলক্রসিং পার হবার সময় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা।
পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় জানান,‘পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাজ করছে।’
ঠাকুরগাঁও স্টেশন মাস্টার আকতারুল ইসলাম জানান, ‘ঘন কুয়াশায় অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
© All rights reserved 2020 ® newspabna.com