মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১, ০৮:২৬ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি : ঢাকার মিরপুরে ও ওয়ারী এলাকায় ডাকাতি করা বিপুল পরিমান মালামাল সহ চাটমোহর থেকে ছাত্রলীগের এক নেতা সহ দুই জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।
সোমবার (২২ মে) ভোরে পাবনার চাটমোহর উপজেলার বালুচর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির মালামাল উদ্ধার করেছে তারা।
আটককৃতরা হলেন উপজেলার বিলচলন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বড়সিংগা গ্রামের মৃত কবির উদ্দিনের ছেলে রাসেল রহমান (২৮) ও রামচন্দ্রপুর গ্রামের মৃত আ. গনির ছেলে ফল ব্যবসায়ী রবিউল করিম (৩৫)।
উদ্ধার করা হয়েছে ওয়ালটনের ৩টি ফ্রিজ, বেশ কিছু থান কাপড় ও থ্রি পিচ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুকিত সরকারের নেতৃত্বে ডিবির একটি দল এ অভিযান পরিচালনা করেন।
চাটমোহর থানা সূত্রে জানা গেছে, সম্প্রতি ঢাকার মিরপুর ও ওয়ারী এলাকায় ওলাটন শো-রুমে ডাকাতির ঘটনা ঘটে। এ ব্যাপারে ওয়ারী থানায় মামলা হয়। পরবর্তীতে মামলাটি ডিবিতে স্থানান্তর করা হয়।
পরে ডিবি ওই ঘটনায় ঢাকা থেকে দু’জনকে আটক করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী চাটমোহর থানা পুলিশের সহযোগিতায় সোমবার চাটমোহর পৌর শহরের বালুচর মহল্লায় ছাত্রলীগ নেতা রাসেলের মালিকানাধীন আলজা ট্রেডার্সে অভিযান চালায় ডিবির দল।
এ সময় সেখান থেকে ওয়ালটন ফ্রিজ ও কাপড় উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালসহ আটককৃতদের ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
© All rights reserved 2020 ® newspabna.com