বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ০৩:১৫ অপরাহ্ন
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সোমবার বেলা ১১ টায় পাবনার কাশীনাথপুর ট্রাফিক মোড়ে মানববন্ধন করেছে কাশীনাথপুরের এভারগ্রীন ফেন্ডস সার্কেল নামের একটি সংগঠন।
মানববন্ধন কর্মসূচীতে কাশীনাথপুর আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়, কাশীনাথপুর ভোকেশনাল হাই স্কুল, কাশীনাথপুর মহিলা কলেজ, কাশীনাথপুর শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজ ও স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুলের প্রায় ২ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেয়।
এ সময় ঢাকা-পাবনা মহাসড়কে আধা ঘণ্টা যানজটের সৃষ্টি হয়। মানববন্ধনে অংশ নেয়া কলেজ ছাত্রী সাথী বলেন, তনু আমাদের বোন। তার নিশৃংস ও নির্মম হত্যাকাণ্ডে আমরা ব্যথিত। জঘন্য এ ঘটনাকে ঘৃণা ও নিন্দা জানানোর ভাষা আমরা হারিয়ে ফেলেছি। খুনিদের দ্রুত চিহিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি যেন এ দেশে আর এমন বর্বরোচিত ঘটনা না ঘটে।
আরো বক্তব্য রাখেন সমাজসেবক রেজাউল করিম রিজু, কাশীনাথপুর মহিলা কলেজের প্রভাষক জাহাঙ্গীর হোসেন, প্রয়াস সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি শামীম হোসেন, সাংস্কৃতিককর্মী ইব্রাহিম কবির, প্রয়াস পাঠাগারের পরিচালক ফজলুর রহমান, মোফাজ্জল হোসেন, শেখ শাহীন, আলামীন হোসেন, মাসুদ রানা, জুয়েল রানা, আলতাফ হোসেন, মনিরুজ্জামান মনি, আলাল হোসেন, সোহেল রানা, জনি ও বাপ্পী।
© All rights reserved 2020 ® newspabna.com