শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ১২:১৮ অপরাহ্ন
ফয়সাল মাহমুদ পল্লব : তীব্র শীতে কাপঁছে পাবনা। ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় জবুথবু হয়ে পড়েছে পাবনার মানুষের জীবন।
অপেক্ষাকৃত অল্প আয়ের ছিন্নমূল মানুষরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
পাবনায় শুক্রবার সূর্যের মুখ দেখা গেলেও শীতের তীব্রতা কমেনি। আজ শনিবার (১৬ জানুয়ারি) সারাদিনেও সূর্যের দেখা মেলেনি। ফলে আরও বেড়েছে ঠান্ডার তীব্রতা।
এতে কাবু হয়ে পড়েছে শিশু, বৃদ্ধসহ সকলেই।
শনিবার পাবনায় দিনের তাপমাত্রা ১৯ ডিগ্রীর কাছাকাছি থাকলেও উত্তরের টানা হিমেল হাওয়ায় রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে।
আবহাওয়া পর্যবেক্ষন ভিত্তিক ওয়েব সাইট থেকে প্রাপ্ত তথ্যে জানা যাচ্ছে, রাত বাড়ার সাথে সাথে তাপমাত্রার পরদ আরও কমতে থাকবে। যা ৯ ডিগ্রীর কাছাকাছি অবস্থান করবে।
পাবনায় মাঘের শুরু থেকেই শীতের তীব্রতা বাড়ায় প্রতিদিন কাজের সন্ধানে ঘরের বাইরে বের হওয়া মানুষগুলো হিমশিম খাচ্ছেন।
একটু উষ্ণতা পাওয়ার আশায় গ্রামাঞ্চলের শীতবস্ত্রহীন মানুষ তাকিয়ে থাকছেন সূর্যের আলোর দিকে।
সারাদিন ঠান্ডার তীব্রতার কারণে হাট-বাজারেও লোকসমাগম অনেকটাই কম।
© All rights reserved 2021 ® newspabna.com