শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১, ০৯:২৭ অপরাহ্ন
পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক মুন্সি মোঃ মনিরুজ্জামান বলেছেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য সরকারের বিভিন্ন কর্মসূচী রয়েছে। দক্ষ জনশক্তি গড়তে না পারলে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধন করা সম্ভব নয়। যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে অনেক যুবক সাবলম্বি হচ্ছে। তাই যুব সমাজকে দক্ষতামূলক প্রশিক্ষণ গ্রহণ করে ব্যাক্তি জীবনে সৎ নিষ্ঠাবান হয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে এগিয়ে আসতে হবে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় পাবনা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে ২ মাস ১৫ দিন মেয়াদী ‘গবাদি পশু, হাঁস-মুরগী পালন, প্রথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক’ আবসিক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুন্সি মোঃ মনিরুজ্জামন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মোঃ মাঈদুল হাসানের সভাপতিত্বে ও প্রশিক্ষক সামফিনা জাহান হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক, যুব প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র প্রশিক্ষক (কৃষি) ও কোর্স কো-অর্ডিনেটর একে সাইদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ৫৫ জন প্রশিক্ষণার্থীকে সম্মানী ও সনদপত্র প্রদান করা হয়।
© All rights reserved 2020 ® newspabna.com