দাশুড়িয়া থেকে দশ মামলার পলাতক আসামি গ্রেফতার
ঈশ্বরদী প্রতিনিধি : দাশুড়িয়া ট্রাফিক মোড় এলাকা থেকে শুক্রবার সকালে ঈশ্বরদী থানার এস আই তৌফিক সাথিয়া থানা এলাকার খুন, ডাকাতি ও চুরিসহ দশ মামলার পলাতক আসামি ও আন্তঃজেলা ডাকাত দলের দু’সদস্যকে গ্রেফতার করেছে ।
এরা হলো সাতিয়ার শিবরামপুর গ্রামের আব্দুল হালিমের ছেলে নুরুল ইসলাম ও টাঙ্গাইলের বাহির শিমুল গ্রামের মৃত সিবাদ ব্যাপারীর ছেলে দুলাল হোসেন। দীর্ঘদিন তারা খুন,ডাকাতি ও চুরিসহ অন্ততঃ দশ মামলায় গ্রেফতারী পরোয়ানা নিয়ে পলাতক ছিল ।