শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০২:১৮ অপরাহ্ন
বার্তা সংস্থা পিপ, পাবনা : দুই বাংলার তারার মেলায় পাবনার রূপকথা সিনেমা হলকে দেশের অন্যতম প্রাচীন সিনেমা হল হিসেবে সম্মাননা জানানো হয়।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের কাছ থেকে এই সম্মাননা গ্রহণ করেন রূপকথা সিনেমা হলের স্বত্ত্বাধিকারী সোহানী হোসেন।
মঙ্গলবার রাতে ঢাকার বসুন্ধরা কনভেনশন সিটিতে বসেছিল দুই বাংলার তারকাদের এই মেলা। দুই বাংলার সেরা চলচ্চিত্র, কুশলী সহ রিজিওনাল ৬টি চলচ্চিত্রকে পুরস্কৃত করা হয়।
ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার আয়োজনে এই অনুষ্ঠানে দেশের অন্যতম প্রাচীন সিনেমা হল হিসেবে পাবনার রূপকথা সিনেমা হলকে সম্মাননা জানানো হয়।
নাচ-গান সহ নানান আয়োজনে দুই বাংলার সমৃদ্ধ অতীত আর অপার সম্ভাবনার কথা উঠে আসে বারেবার।
© All rights reserved 2020 ® newspabna.com