বার্তাকক্ষ : প্রায় দুই যুগ পর পাবনার ঈশ্বরদীর সাত ইউনিয়নের মধ্যে পাঁচ ইউনিয়নে বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী বিশ্বাস টনি ও সদস্য সচিব রফিকুল ইসলাম রকি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উপজেলার মুলাডুলি ইউনিয়ন যুবদলের কমিটিতে শরিফুল হক শরীফ আহ্বায়ক, জাহাঙ্গীর আলম সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আলী আকবরকে সদস্য সচিব করা হয়েছে।
দাশুড়িয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম ডালিকি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দুলাল মণ্ডল ও সদস্য সচিব বিপুল মোল্লা।
সলিমপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সোহেল রানা (সুমন মালিথা) ও সদস্য সচিব মশিউর রহমান রতন।
সাহাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট জিয়াউর রহমান মনিরুল ও সদস্য সচিব মেহেদি হাসান নিশান।
লক্ষ্মীকুন্ডা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কামাল আক্তারুজ্জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা ও সদস্য সচিব সাহাবুল হক বিশ্বাস।
পাঁচ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটিকে সর্বোচ্চ ৪৫ দিনের মধ্যে সব ওয়ার্ড কমিটি গঠন করে ইউনিয়ন যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নিদের্শ দেওয়া হয়েছে।